Views Bangladesh Logo

চোর সন্দেহে তিন শিশুকে বেঁধে মারধর, একজন নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে গণপিটুনিতে এক শিশু নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মো. রিহান মহিন (১৫)। আহত অপর দুজন হলো মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত। তারা তিনজনই রিহানের সমবয়সী বন্ধু।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রিহান তার দুই বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। রাত তিনটার দিকে বাড়ি ফেরার পথে সাত থেকে আটজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া দেয়। প্রাণের ভয়ে তারা একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে যুবকরা তাদের ধরে এনে সেতুর ওপর রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিশুটি তিন বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে ‘মব’ করে পেটানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি কোনো চোর সন্দেহে গণপিটুনির ঘটনা নয়, বরং পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করেছে পুলিশ। রিহানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, তারা বিষয়টি তদন্ত করছেন এবং মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি নিহত শিশুটির পরিবারকে মামলা করার জন্য বলেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ