চুরির অভিযোগে পটুয়াখালীতে কিশোরকে উল্টো ঝুলিয়ে মারধর
পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়রা গ্রামে শনিবার সন্ধ্যায় চুরির অভিযোগে এক কিশোরকে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চায়েত বাজার সেতুর কাছে এ ঘটনা ঘটে। ঘটনার ২ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। বর্তমানে ওই কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ভুক্তভোগী কিশোর রমজান মল্লিক রাজাখালি গ্রামের বাসিন্দা বশির মল্লিকের ছেলে। স্থানীয়রা জানায়, একটি মুদির দোকানে তাকে ধরে চুরির অভিযোগে শারীরিক নির্যাতন করা হয়।
প্রত্যক্ষদর্শী ইমন, মাহফুজুর রহমান ও কামাল সিকদার জানান, তারা দেখেছেন রমজানকে বেঁধে গ্রিলে উল্টো ঝুলিয়ে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করছে দোকান মালিক জলিল সিকদার, তার দুই স্ত্রী, আরিফ ও ফয়সাল সিকদার। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরটিকে উদ্ধার করে।
অভিযোগ অস্বীকার করে জলিল সিকদার বলেন, রমজান তার দোকান থেকে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে।
রমজানের ভাই সাকিব হোসেন জানান, তার ভাই মানসিক সমস্যায় ভুগছে এবং তিনি অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, কিশোরটিকে হেফাজতে নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে চুরির মামলা করা হয়েছে। তবে নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে