Views Bangladesh Logo

এলডিসি থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষায় নজর দিতে হবে: দেবপ্রিয়

 VB  Desk

ভিবি ডেস্ক

সডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এর আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি ও পেশাগত শিক্ষার গুরুত্ব আরও বেড়ে যাবে, এর উপর নজর দিতে হবে।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কারিগরি শিক্ষার প্রতি বৈষম্যমূলক নীতি না রেখে এটিকে গুরুত্ব দিতে হবে। দক্ষ জনবল গড়ে তোলার এখনই উপযুক্ত সময়।’

‘বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা : বর্তমান পরিস্থিতি এবং সংস্কার চিন্তা-ভাবনা’ শীর্ষক এই সংবাদ ব্রিফিং আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এতে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় নীতিগত সংস্কারের বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করা হয়।

ড. দেবপ্রিয় বলেন, ‘ছাত্ররা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে। অথচ নীতিনির্ধারকরা তাদের কথা শুনছেন না, গণমাধ্যমেও এসব খবর তেমনভাবে আসছে না।’

তিনি জানান, ২০২৩ সালে সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্ম যৌথভাবে একটি স্থানীয় পর্যায়ের ‘সামাজিক নিরীক্ষা’ পরিচালনা করেছিল। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্যদের মতামত নেয়া হয়।

তিনি আরও জানান, ওই গবেষণার ফল ২০২৪ সালের ২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক জাতীয় সম্মেলনে উপস্থাপন করা হয়। গবেষণায় দেখা যায়, পাঠদানে কার্যকারিতা কম, দেশে ও বিদেশে কারিগরি সার্টিফিকেটের স্বীকৃতি সীমিত, আর কারিগরি শিক্ষা নিয়ে সমাজে এখনো নেতিবাচক ধারণা রয়েছে।

অনুষ্ঠানে সিপিডির আরেক ফেলো ড. মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ