Views Bangladesh Logo

জাতির ভবিষ্যতের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

সারা দেশে কারিগরি শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

সোমবার (৭ জুলাই) বন্দর উপজেলার গকুলদশের বাগ এলাকায় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তিনি আরও বলেন, ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক চাকরির বাজারে টিকে থাকার জন্য শুধুমাত্র ঐতিহ্যগত একাডেমিক যোগ্যতা এখন আর যথেষ্ট নয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমাদের সমাজে কারিগরি শিক্ষার প্রতি একটি সাধারণ অনীহা রয়েছে। অথচ চাকরির সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। কিন্তু দেশ ও বিদেশে কারিগরি দক্ষতাসম্পন্ন জনবলের চাহিদা বাড়ছে। অভিভাবকদের উপলব্ধি করতে হবে যে, তাদের সন্তানের ভবিষ্যৎ এই খাতেই নিহিত।’

দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে কারিগরি শিক্ষাকে সামঞ্জস্য করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন উপদেষ্টা। সরকারকে এই খাতে বিশেষ মনোযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘আমাদের এমন প্রোগ্রাম তৈরি করতে হবে, যা দক্ষ জনবল তৈরি করবে। যারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জে মোকাবিলার জন্য প্রস্তুত।’

জুলাই মাসের ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করে ড. আবরার বলেন, ‘জুলাই আমাদের জাতীয় গর্বের প্রতীক। এই মাসেই ছাত্ররা আমাদের মুক্তি এনে দিয়েছে। যেটার স্বপ্ন তারা দেখেছিলেন সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য অল্প সময়ের জন্য আমাদের হাতে দায়িত্ব এসেছে।’

সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জুলাই মাসে শহীদদের আত্মত্যাগের সম্মানে স্মরণসভা আয়োজনের আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, ‘যারা আন্দোলনে জড়িত ছিলেন, তাদের আমাদের মনে রাখতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সাধ্যমতো হাত বাড়িয়ে দিতে হবে। রাষ্ট্র যদি পুরোপুরি সহায়তা করতে না পারে, তবে সমাজকে তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ