শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি বৃহস্পতিবার
বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাজধানীর শাহবাগ মোড়ে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শিক্ষকরা শাহবাগ মোড়ে এসে বিক্ষোভ করেন। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং শিক্ষকদের বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবি জানান।
বিক্ষোভের কারণে শাহবাগ মোড় ও আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। পুলিশ প্রথমে বাধা দিলে ও পরিস্থিতি সামাল দেয়, পরে আলোচনার মাধ্যমে বিকেল পৌনে ৫টায় অবরোধ তুলে নেয়া হয়।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার তাদের দাবি না মানলে আগামী বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে। তারা বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। দাবি না মানলে আগামীকাল যমুনা ঘেরাও আরও কঠোর হবে।”
শিক্ষকদের মূল দাবি তিনটি –১. মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রদান; ২. চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা করা এবং ৩. উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বৃদ্ধি।
এর আগে শিক্ষকরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন। তবে হাইকোর্টের সামনে পুলিশ পদযাত্রা আটকে দেয়, এরপর আন্দোলনকারীরা শহীদ মিনারে ফিরে আসেন। পরেরদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। এর পরিপ্রেক্ষিতে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার থেকে কর্মবিরতি চলছে।
সরকার ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করলে শিক্ষকরাও তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষণা দেন। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা ২ থেকে ৩ হাজার টাকার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। বর্তমানে শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের বেতন পান; মাসিক ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা, যা ১,৫০০ টাকায় উন্নীত করা হয়েছে। উৎসব ভাতা মূলত বছরে দুবার মূল বেতনের ২৫ শতাংশ হারে প্রদান হতো, যা বর্তমানে ৫০ শতাংশ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে