ভিকারুননিসায় শিক্ষক বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
হিজাব পরার কারণে ২২ জন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৭ আগস্ট) সকালে ওই শাখার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিষ্ঠানটির সামনে তারা অবস্থান নেন এবং মিছিল নিয়ে ক্যাম্পাসের আশপাশে ঘুরে আসেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, শিক্ষক নাহার আপার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা তাঁর পুনর্বহাল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানান।
এক আন্দোলনরত ছাত্রী বলেন, ‘শিক্ষক আমাদের শুধু ড্রেসকোড মানতে বলেছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
প্রাক্তন ছাত্রী আনিসা করিম জানান, ‘আমি ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত এখানে পড়েছি। আমাদের হিজাব নিয়ে কোনো শিক্ষকই কখনো আপত্তি করেননি। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক এবং যারা মিথ্যা অভিযোগ ছড়িয়েছে তাদের বিচার হোক।’
গত মঙ্গলবার ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা নোটিশে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। তবে অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে ক্লাস থেকে বের করিনি। ওই ক্লাসে ২২ জন ছাত্রী হিজাব পরে না, মাত্র ৯–১১ জন পরে। আমি শুধু বলেছি, তোমরা হিজাব পরে স্কুলে আসতে পারো। কীভাবে পরতে হবে, সেটাও বুঝিয়ে দিয়েছিলাম।’
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান, ‘ঘটনা তদন্তাধীন। শিক্ষককে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে