আজ থেকে আমরণ অনশনে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশনে যাচ্ছেন। সরকারের প্রস্তাবিত গৃহভাড়া ভাতা-মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা এই কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন।
সোমবার সকাল ১০টা থেকে রাজধানীতে আমরণ অনশন শুরু হবে। একই সঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
রোববার (১৯ অক্টোবর) রাতে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। মঙ্গলবার থেকে দেশের কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষা দায়িত্ব, অফিস ফাইল-সবকিছুই বন্ধ থাকবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা উপদেষ্টা আমাদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। তার প্রতি আমাদের আস্থা নেই। আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে এটি জাতীয়করণের এক দফা আন্দোলনে পরিণত হবে।”
অন্যদিকে, এরইমধ্যে সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ বা সর্বনিম্ন ২ হাজার টাকা হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যা কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে।
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে