Views Bangladesh Logo

জয়পুরহাটে ৩৩ শিক্ষার্থীকে বেত্রাঘাত করায় শিক্ষককে শোকজ

য়পুরহাটের কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ৩৩ শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগে সহকারী শিক্ষক এম. এ. জি. নাফসি তালুকদারকে শোকজ করা হয়েছে। স্কুলের ৩০ জন শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল জানান, শিক্ষক নাফসি তালুকদার শ্রেণিকক্ষে প্রবেশের প্রায় আধা ঘণ্টা দেরিতে আসেন। তখন কয়েকজন শিক্ষার্থী তার দেরিতে আগমনের বিষয়টি উল্লেখ করলে তিনি ক্ষিপ্ত হয়ে উপস্থিত ৩৩ শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন।

এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর পিঠ ও হাতে ফোলা দেখা দেয়, কালাই হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসাপ্রদান করা হয়েছে। বিদ্যালয় প্রশাসন শিক্ষককে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেছে।

নবম শ্রেণির শিক্ষার্থী আকিব হোসেনের পিতা কালাম বলেন, “বিদ্যালয়ে দেরি করে আসার পর শিক্ষার্থীদের শাস্তি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি নজরে রেখেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ