Views Bangladesh Logo

খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত শিক্ষক

খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় এক সেনা রঞ্জন ত্রিপুরা (৩২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাবুরোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেনা রঞ্জন ত্রিপুরার বাড়ি পানছড়ির চিনালা চিগোন চানপাড়া এলাকায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে চার মাস আগে পানছড়ির লোগাং উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিদ্যালয় ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিলেন সেনা রঞ্জন। পথে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোগাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা বলেন, দুর্গম এলাকার সাধারণ একটি পরিবার থেকে অনেক কষ্টে পড়ালেখা করেছেন সেনা রঞ্জন ত্রিপুরা। পরিবারে মা–বাবা তার আয়ের ওপর নির্ভরশীল ছিলেন। সেনা রঞ্জনের দুটি সন্তানও রয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ