সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত
সাতক্ষীরার তালায় ধারালো অস্ত্রের আঘাতে মাদ্রাসা শিক্ষককে নির্মমভাবে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন যুবক। জনতার পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন হামলাকারীও।
রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার খেসরা ইউনিয়নের শাহাপুর গ্রামের দাখিল মাদ্রাসার সামনে নিহত শিক্ষক শরিফুল গাজী (৩৮) পাশের হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। হামলাকারী রাজু গাজী (৩৬) একই গ্রামের খোকন গাজী মোস্তফার ছেলে।
খেসরা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, শিক্ষক শরিফুলকে মাদ্রাসার সামনে ডেকে নিয়ে হঠাৎ দেশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রাজু গাজী। এতে শরিফুল ঘটনাস্থলেই মারা গেলে স্থানীয়রা ছুটে এসে রাজুকে ধরে ফেলেন এবং তাকেও মারাত্মকভাবে মারধর করেন। ফলে ঘটনাস্থলেই রাজুরও মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে