শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে মারা গেলেন মাইলস্টোনের সেই শিক্ষিকা
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সাহসিকতা ও আত্মত্যাগের এক দৃষ্টান্ত স্থাপন করলেন শিক্ষিকা মেহেরীন চৌধুরী (৪৬)। নিজের জীবন বিপন্ন জেনেও তিনি শিক্ষার্থীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিলেও নিজে আর রক্ষা পাননি। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শেষ পর্যন্ত সোমবার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার মুহূর্তে মেহেরীন চৌধুরী দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন। প্রাণপণে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। কিন্তু নিজের শরীরের একটি বড় অংশ আগুনে দগ্ধ হয় এবং তিনি আর সময়মতো বের হতে পারেননি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মাইলস্টোন স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক জানান, সেনাবাহিনী বলেছে, ওই শিক্ষিকার তৎপরতায় অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী প্রাণে রক্ষা পেয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় পাইলটসহ ২০ জন নিহত হন এবং আরও অন্তত ১৭১ জন দগ্ধ অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে