Views Bangladesh Logo

জাকসু নির্বাচনের ভোট গণনার সময় নারী শিক্ষকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে জেন্নাতুল ফেরদৌস নামের এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ঘটনা ঘটে।

জেন্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। জানা গেছে, সিনেট ভবনে ভোট গণনার কাজ শুরুর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, জেন্নাতুল ফেরদৌস দায়িত্ব পালন করার সময় দরজার বাইরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

প্রীতিলতা হলের পোলিং অফিসার নাসিমা আক্তার বলেন, ‘আমি সাড়ে ৭টার দিকে সিনেট ভবনে যাই ভোট গণণার জন্য। জান্নাতুল আাসে ৮টার দিকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শাওন জানান, সকাল ৯টার দিকে শিক্ষক জেন্নাতুল ফেরদৌসকে হাসপাতালে আনা হয় এবং সে সময় তিনি মৃত ছিলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ