আশুরা উপলক্ষে হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু
আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। ৬১ হিজরির এই দিনে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)। এই ঐতিহাসিক দিনটি স্মরণে রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়।
রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর ৪০০ বছরের পুরোনো হোসনি দালান ইমামবাড়ার উত্তর গেট থেকে ১০ মহররমের এই মিছিল বের হয়।
মিছিলটি হোসনি দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড, বিজিবি ৪নং গেট, সাত মসজিদ রোড (ঝিগাতলা বাসস্ট্যান্ড) হয়ে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হবে।
হোসনি দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান, তাজিয়া মিছিলটি সাজানো হয়েছে সামনে কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জরি তাজিয়া দিয়ে।
এদিকে তাজিয়া মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। মিছিলের অগ্রভাগে, মধ্যবর্তী অংশে ও শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, সোয়াট এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরাও রয়েছেন।
তাজিয়া মিছিল যেসব রাস্তা দিয়ে যাবে সেসব রাস্তায়ও সাধারণ পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে