সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের আদেশ
সাবেক গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
একই দিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন তাঁর কর নথি জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, হারুন-অর-রশিদ তাঁর ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাত–আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন, যা দুদক আইনের আওতায় অপরাধ। সঠিকভাবে তদন্তের জন্য তাঁর কর ফাইল জব্দ ও পর্যালোচনা করা জরুরি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে