তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন কমিশন।
রায় ঘোষণার পর ইসি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, নির্বাচন কমিশনে দাখিল করা তার আপিল মঞ্জুর হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে তার প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে।
তাসনিম জারা বলেন, গত এক সপ্তাহ তার জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা ছিল। দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ তার প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন। রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি হতাশা ও কষ্টের কথাও শুনেছেন, যা তাকে আরও অনুপ্রাণিত করেছে।
এই প্রক্রিয়ায় সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতীক বরাদ্দের জন্য আবেদন করবেন। তার পছন্দের প্রতীক ফুটবল উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
এর আগে গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। পরে ৫ জানুয়ারি তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে