Views Bangladesh Logo

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক শুক্রবার

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশটিতে চারদিনের সফররত ড. ইউনূস শুক্রবার (১৩ জুন) এই বৈঠক করবেন।

সোমবার (১০ জুন) রাজধানীর গুলশানে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ড. ইউনূসের হোটেলে স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত বৈঠকটি হবে।

দেশে আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে মতবিরোধ চলছে।

সরকার প্রথমে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছিল। তবে ঈদ-উল আযহার আগের দিন শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা।

অন্যদিকে বিএনপি শুরু থেকেই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ