Views Bangladesh Logo

নির্বাচনের তারিখ ঘোষণার পর তারেক রহমান দেশে ফিরবেন: আবদুল আওয়াল মিন্টু

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি উপাধ্যক্ষ আবদুল আওয়াল মিন্টু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার পর বাংলাদেশে ফিরবেন।

শুক্রবার সন্ধ্যায় ফেনী জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে ‘আলোকিত ফেনী’ কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

মিন্টু বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতি এখনো অস্থিতিশীল। 'দলীয় সহিংসতা এখনো চলছে, লিঞ্চিংয়ে মানুষ মারা যাচ্ছে, নিরাপত্তার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই মুহূর্তে দেশে কেউ নিরাপদ নয়। তবে নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন।'

আগামী নির্বাচনের সম্ভাব্য উদ্বেগ নিয়ে এক প্রশ্নের জবাবে সাবেক এফবিসিসিআই সভাপতি বলেন, 'দেশে যদি গণতান্ত্রিক সরকার না থাকে এবং প্রশাসনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে স্বাভাবিকভাবেই সব বিষয়ে সন্দেহ থেকে যায়। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের অপশন না থাকলেও তারা শপথ নিয়েছে, আমরা তা মেনে নিয়েছি। তবে বৈধতা প্রশ্নবিদ্ধ হলে অনিশ্চয়তা সবসময় থাকে বিশেষ করে নির্বাচনের বিষয়ে।'

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের পরাজয় এবং জাতীয় ছাত্র সমাজের জাসসংগ্রাম পরিষদ নির্বাচনে বর্জনের বিষয়ে মিন্টু বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রসংঘ নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। “যদি একটি স্বাধীন, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হয়, তবে যেই জিতবে সরকার গঠন করবে।”

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শিক্ষাবিদ তায়েবুল হক। উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দেশ রূপান্তর সম্পাদক কমল উদ্দিন সবুজ, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন খান এবং ফেনী বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ