ফিলিস্তিন সংকট নিয়ে তারেক রহমানের গভীর উদ্বেগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান ফিলিস্তিন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইসরায়েলি দখলদারিত্ব সম্প্রসারণের নিন্দা জানিয়ে জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে থেকেছে এবং ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় সংহতি প্রকাশ করেছে।
তিনি ইসরায়েলি সরকারের পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনাকে হৃদয়বিদারক হিসেবে আখ্যায়িত করে সতর্ক করে বলেন এ ধরনের পদক্ষেপ 'একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ কার্যত বন্ধ করে দেবে।'
তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিনিদের জমি, সংস্কৃতি ও ইতিহাস মুছে ফেলতে চাইছে — যা তার ভাষায় 'গণহত্যা ও পরিকল্পিত জাতিগত নিধনের শামিল।
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাসরত ও কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, ইসরায়েলের এসব পদক্ষেপ পুরো অঞ্চলকে “অন্তহীন অন্ধকারে ঠেলে দিচ্ছে,” যা প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বসতি সম্প্রসারণের নিন্দা জানাতে এবং তাদের সরকারের ওপর চাপ প্রয়োগ করতে আহ্বান জানান। পাশাপাশি তিনি আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) ইসরায়েলের 'গাজায় স্পষ্ট গণহত্যা' বিষয়ে বিলম্ব না করে রায় দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা ইতোমধ্যেই ভয়াবহ ভোগান্তির শিকার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে