মায়ের কাছে তারেক রহমান
অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এর আগে ৫টা ১০ মিনিটে সেখানে পৌঁছান তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
হাসপাতালে প্রবেশের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা। তাঁর আগমন ঘিরে হাসপাতাল এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।
১৭ বছর লন্ডনে থাকার পর দেশে ফিরে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন তিনি। বিকেল সাড়ে চারটায় সেখান থেকে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ নভেম্বর তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে আইসিইউতে নেওয়া হয়।
এভারকেয়ার থেকে পরে তারেক রহমান গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে অবস্থান করবেন। এর পাশেই খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’।
গণসংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা যেকোনো মূল্যে বজায় রাখতে হবে। উসকানিতে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, ১৯৭১ ও ২০২4 সালে যেমন জনগণ ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে, তেমনভাবেই এখন মানুষের কথা বলার ও গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সময়।
তিনি আরও বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাইকে সঙ্গে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চান, যেখানে নারী-পুরুষ-শিশু সবাই নিরাপদে যাতায়াত করতে পারে।
বিমানবন্দর থেকে বেরোনোর আগে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং একমুঠো মাটি হাতে নেন—এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তাঁকে, তাঁর স্ত্রী এবং মেয়েকে বরণ করে নেন। পরে বিশেষ লাল-সবুজ রঙের বাসে করে তিনি পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে যান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে