গাজায় ‘গণহত্যা’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজায় চলমান 'ইসরায়েলি গণহত্যা' বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে চলমান সহিংসতার তীব্র নিন্দা জানান বিএনপির এই নেতা। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও মানবিক নীতি অনুসরণ করে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানব নৈতিকতায় বিশ্বকে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নিতে হবে।’
বিশ্বশক্তিগুলোকে অবিলম্বে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য সব ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যানেল ব্যবহার করার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার জন্যও জোর দেন তিনি।
১৯৪৮ সালের 'জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি কনভেনশন'-এর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, গাজায় ইসরায়েলের কার্যকলাপ গণহত্যার আইনি সংজ্ঞার সঙ্গে মিলে যায়, যা হলো ‘একটি জাতীয়, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য।’
তিনি জাতিসংঘের একটি কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনেরও উদ্ধৃতি দেন, যেখানে সরাসরি ইসরায়েলি সরকারকে গাজার মানবিক সংকট ও ব্যাপক হতাহতের জন্য দায়ী করা হয়েছে।
তারেক রহমান বলেন, ‘আর কোনো অজুহাত বা অপপ্রচারের আড়ালে লুকিয়ে থাকার সুযোগ নেই। ইতিহাস আমাদের নৈতিকভাবে এবং সাহসের সঙ্গে কাজ করার অনেক শিক্ষা দেয়, যদিও সেটি সহজ পথ নাও হতে পারে। যখন ফিলিস্তিনিদের অস্তিত্বই ঝুঁকির মধ্যে, তখন আমরা নীরব থাকতে পারি না।’
ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে আওয়াজ তোলার জন্য বিশ্বব্যাপী বাংলাদেশি নাগরিকদের প্রতিও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে ইসরায়েলের এই ‘নৃশংস ধ্বংসযজ্ঞের’ বিরুদ্ধে জাতীয় নেতাদের প্রতি কঠোর অবস্থান নেয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রগুলোর হাতে পরিবর্তন আনার মতো হাতিয়ার আছে। তাদের সবসময়ই থাকে। এমন একটি মুহূর্তে বৈশ্বিক নেতৃত্বের প্রয়োজন আগের চেয়েও বেশি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে