গণতন্ত্র রক্ষায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান
বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ‘শহীদ জিহাদ দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়—এর মানে হলো মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা।’
‘শহীদ জিহাদ দিবস’ পালন করা হয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ছাত্রদল কর্মী নাজির উদ্দিন আহমেদ জিহাদের স্মরণে। ১৯৯০ সালের ১০ অক্টোবর ঢাকায় তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি।
তারেক রহমান বলেন, শহীদ জিহাদের আত্মত্যাগের চেতনা থেকেই দেশের মানুষকে নতুন করে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, ‘আমাদের হৃদয়ে জিহাদের আদর্শকে ধারণ করতে হবে—অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এবং প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে