Views Bangladesh Logo

দেশে ফিরে প্রথমেই মাকে দেখতে যাবেন তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যাবর্তনের এ দিন তিনি প্রথমেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন ।

রুমন বলেন, “মানুষের জীবনে মা সবার আগে। তাই তিনি বিমানবন্দর থেকে সরাসরি মায়ের কাছে যেতে পারেন। এরপর সিনিয়র নেতাদের সঙ্গে বসে রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করবেন।”

বিএনপির নেতারা চাইছেন, তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হোক। রুমন জানান, এটি শুধুই দলীয় আবেগের বিষয় নয়, রাষ্ট্রেরও দায়িত্ব। কারণ, তারেক রহমান শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি।

২৫ ডিসেম্বর রাজধানীতে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য দলটির নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। রুমন বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর এমন একজন নেতাকে স্বাগত জানাচ্ছে, তাই আবেগ স্বাভাবিকভাবে উথলে উঠবে। তবে এই আবেগ যেন নিরাপত্তাকে অতিক্রম না করে।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিএনপির অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানান, বিমানবন্দর থেকে হাসপাতাল ও বাসায় যাওয়ার রুট পরিদর্শন করা হয়েছে। তবে রুট ও সময়চক্র চূড়ান্ত হয়নি।

বর্তমানে তিনি আপাতত মায়ের বাসা ‘ফিরোজা’-য় থাকতে পারেন। বাসাটি সংস্কারাধীন, তবে প্রয়োজন হলে কিছু কক্ষ ব্যবহার করতে পারবেন। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা আসার পথে তার সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও থাকবেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ