Views Bangladesh Logo

২২ জানুয়ারি সিলেটে আসছেন তারেক রহমান

পূণ্যভূমি হিসেবে পরিচিত সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২২ জানুয়ারি বিমানযোগে তারেক রহমান সিলেটে আসবেন। সড়ক পথে ঢাকায় ফেরার পথে কয়েকটি স্থানে জনসভা করতে পারেন।

বুধবার (৭ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

আগামী ২১ জানুয়ারি তফসিল অনুযায়ী আসন্ন সংসদ প্রার্থীদের মধ্যে নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে প্রতিটি নির্বাচনী প্রচারণা শুরু করতেন।

সর্বশেষ ২০১৮ সালে কারাগারে যাওয়ার ঠিক আগে খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেছিলেন।

শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের প্রায় সকলের সিলেটে মাজার জিয়ারত করে নির্বাচন বা দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি শুরুর রেওয়াজ রয়েছে।

এই ধারা অব্যাহত রেখে দুই ওলির মাজার জিয়ারতের পর নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় তারেক রহমান বক্তৃতা করবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফলে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, সিলেট বিএনপির উদ্যোগে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেওয়া হবে।

সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ জানান, সড়ক পথে তারেক রহমান ঢাকায় ফেরার পথে হবিগঞ্জে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ