Views Bangladesh Logo

নওগাঁর জনসভা শেষে নিজ জেলা বগুড়ায় যাবেন তারেক রহমান

দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়া জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, আগামী ২৯ জানুয়ারি নওগাঁর জনসেবা শেষে তারেক রহমান সড়কপথে আদমদীঘি ও কাহালু উপজেলা হয়ে বগুড়া সদরে প্রবেশ করবেন। ওই দিন বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে সেদিন বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান।

পরদিন তিনি তার নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনে গণসংযোগ করবেন। একই সঙ্গে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনেও গণসংযোগ করার কর্মসূচি রয়েছে। পরে তিনি তার পৈতৃক বাড়ি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে কিছুক্ষণ অবস্থান করবেন। এরপর শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকা হয়ে পুনরায় বগুড়া শহরে ফিরে আসবেন এবং সেদিনও বগুড়ায় রাত্রিযাপন করবেন।

রেজাউল করিম বাদশা আরও বলেন, আপাতত এই পর্যন্ত সফর কর্মসূচির দিকনির্দেশনা পাওয়া গেছে। তবে এটি এখনও চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি বগুড়ায় সফর কর্মসূচি ছিল তারেক রহমানের। পরবর্তীতে নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর বাতিল ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বগুড়া শহরের সূত্রাপুরের রিয়াজ কাজী লেনে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর দেওয়া জমির ওপর ২০০০ সালে চারতলা বাড়ি নির্মাণ করেন তারেক রহমান। বাড়িটির নাম গ্রীণ এস্টেট। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত মাঝে মধ্যেই এই বাড়িতে অবস্থান করতেন তিনি।

২০০৭ সালে ওয়ান/ইলেভেন সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ওই সময় ব্যাপক নির্যাতনের শিকার হন তিনি। পরবর্তীতে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমানকে লন্ডনে পাঠানো হয়। সেখানেই দীর্ঘ বছরের নির্বাসিত জীবন পার করে দেশে ফেরেন তিনি। অবশেষে প্রায় ১৮ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন তারেক রহমান।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীন বলেন, তারেক রহমানের বগুড়ায় আগমনকে কেন্দ্র করে শুধু দলীয় নেতাকর্মীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দীর্ঘদিন পর বগুড়ার মানুষ তারেক রহমানকে কাছ থেকে দেখার সুযোগ পেতে যাচ্ছে। যা সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা ও আবেগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মানুষ নতুন আশার আলো দেখছে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি বগুড়ায় জনগণ বিপুল ভোটে তারেক রহমানকে নির্বাচিত করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ