Views Bangladesh Logo

ঢাকা ১৭ আসনের ভোটার হবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমান ভোটার হওয়ার জন্য অনলাইনে নিবন্ধন ফরম পূরণ করেছেন। তারা ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুর কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তারেক রহমান ও জাইমা রহমান ইতোমধ্যে অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন তারা সরাসরি উপস্থিত হয়ে আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এনআইডি মহাপরিচালক আরও বলেন, নিবন্ধনের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করে দেখবে, তা আগের কোনো রেকর্ডের সঙ্গে মিলছে কি না। মিল না থাকলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর তৈরি হবে। এ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং এতে কারও ব্যক্তিগত হস্তক্ষেপ নেই।

তিনি জানান, এনআইডি নম্বর তৈরি হলে সংশ্লিষ্টরা অফিস থেকেই এনআইডি বা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মোবাইলে পাঠানো এসএমএসের মাধ্যমে এনআইডি ডাউনলোড করার সুযোগও থাকবে।

শনিবার দুপুরেই তাদের ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ