Views Bangladesh Logo

গণতন্ত্রের পথ সহজতর করায় সরকারকে ধন্যবাদ তারেক রহমানের

 VB  Desk

ভিবি ডেস্ক

ত এক বছর ধরে অসংখ্য চ্যালেঞ্জ সত্ত্বেও গণতন্ত্রের পথ সহজতর করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের বার্তাটি পৌঁছে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লন্ডনে তারেক রহমান ও অধ্যাপক ড. ইউনূসের মধ্যে বৈঠকের ঘোষণার ভিত্তিতেই আসন্ন জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘নির্বাচনের সময় নির্ধারণের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপি এই ঐতিহাসিক ঘোষণাকে বাংলাদেশে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসান এবং গণতান্ত্রিক অগ্রগতি সহজতর করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে’।

মির্জা ফখরুল আস্থা প্রকাশ করেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সব দলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। নির্বাচনকে সফল করতে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং কার্যকর জাতীয় সংসদ গঠনে সব রাজনৈতিক দল ও নাগরিকদের একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি।


তবে নির্বাচনের এ ঘোষণায় কেউ কেউ হতাশ হয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘যারা হতাশ হয়, তারা সারা জীবনই হতাশ থাকে’।


রাষ্ট্রীয় কাঠামোর অবশিষ্ট সংস্কারগুলো দ্রুত সম্পন্নের আশাবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের শ্রদ্ধা এবং আহতদের সহানুভূতি জানায় ও তাদের দ্রুত আরোগ্য কামনা করে। নিহতদের পরিবারগুলোকে পুনর্বাসন ও যথাযথ চিকিৎসাসেবা দিতেও অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায় দলটি।

গত আট বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয়ায় তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জানান মির্জা ফখরুল। দেশের প্রতিষ্ঠাতা নেতাদের কল্পনা ও তারেক রহমানের আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির  সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ