প্রধান উপদেষ্টাকে ফোনকলে ধন্যবাদ জানালেন তারেক রহমান
বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। অবতরণের পর বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তার শাশুড়ি। এরপর দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে করমর্দন করেন তিনি।
এরপরই ফোনালাপের মাধ্যমে প্রদান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এর পর বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এসময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে