Views Bangladesh Logo

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (সোমবার) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুপুর ১২টার দিকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি।”

আব্দুস সালাম বলেন, ‘তারেক রহমান একজন নির্যাতিত নিপীড়িত নেতা। তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরে এসেছেন। দেশের জনগণ ও দীর্ঘদিন থেকে ভোট দেয়ার অপেক্ষা করছে। নতুন প্রজন্ম আশা করি ধানের শীষ প্রতীকে ভোট দিবে।’

তিনি বলেন, ‘দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।‌ তাই আমাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণে বিএনপির বিকল্প নেই। তারেক রহমান পিতার অনুসৃত পথ ধরে আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সকল সমস্যার সমাধান করবেন।’

প্রসঙ্গত, তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার খবরে এই আসন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকেই বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ