Views Bangladesh Logo

কিছুদিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিবেন: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কিছুদিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিবেন এবং সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

রোববার (৪ জানুয়া‌রি) সন্ধ‌্যায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান মির্জা ফখরুল।

এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফখরুল বলেন, এটি এজন্য গুরুত্বপূর্ণ কারণ মানুষ এতদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।

আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কাবোধ করে না উল্লেখ করে তিনি বলেন, প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।

নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে।

মব সহিংসতা প্রসঙ্গে বিএনপি এ নেতা বলেন, মবোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আসুন যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।

এর আগে দুপু‌রে বিমান‌যো‌গে সি‌লে‌টে আসেন মির্জা ফখরুল। এরপর বাদ আসর তি‌নি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহ পরাণ (রহ.) মাজার জিয়ারত করেন।

এসময় তিনি সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলীয় সব প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ জাতি ও আগামী নির্বাচনে দলের সার্বিক সাফল্যের জন্য মোনাজাত করেন।

‌এ সময় বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপি চেয়ারপারস‌নের উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, চেয়ারপারস‌নের উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

রাতেই বিমান‌যো‌গে মির্জা ফখরুল ঢাকায় ফি‌রেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ