Views Bangladesh Logo

জানাজায় মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। জানাজার আগে পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) তারেক রহমান বলেন, ‘আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনদের উদ্দেশে বলছি—মরহুমা যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ, আমি তা পরিশোধ করব।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া জীবিত থাকাকালে তাঁর কোনো আচরণ বা কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে, তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। দয়া করে তাঁর জন্য দোয়া করবেন।’

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জিয়া উদ্যানের উদ্দেশে রওনা দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ