গুলশানে নিজ বাসায় ফিরলেন তারেক রহমান
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছেছেন। ১৭ বছর নির্বাসনের পর তিনি গুলশানের বাসভবনে ফিরলেন প্রথমবারের মত। সেখানেই পরিবার নিয়ে থাকবেন তিনি। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটি তাঁর মা খালেদা জিয়ার আবাসস্থল।
আজ রাত ৮টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়ি ১৯৬ নম্বর বাসায় পৌঁছে। এদিন দুপুর থেকেই বাসার আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে পূর্বাচলের গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।
দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রওনা দেন। পথে সড়কের দুই পাশে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট পর তিনি সংবর্ধনাস্থলের মঞ্চে পৌঁছান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে