রংপুরে জনসভা শেষে বগুড়ায় ফিরলেন তারেক রহমান
রংপুরে নির্বাচনী জনসভা শেষে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১১ টার দিকে হোটেল নাজ গার্ডেন-এ প্রবেশ করেন তিনি। সেখানে তিনি রাত্রীযাপন করবেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ যাওয়ার পথে বগুড়া-৭ (শাজাহানপুর -গাবতলী) আসনের শাজাহানপুরের বিএনপির দলীয় কার্যালয়ে সামনে পথসভায় তারেক রহমানের বক্তব্য রাখার সম্ভবনা রয়েছে বলে জানান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। সিরাজগঞ্জের জনসভা শেষে ওই দিন বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় আরেকটি জনসভায় অংশ নেবেন তিনি। সেখানকার সভাবেশ শেষে রাতে ঢাকা গুলশান বাসভবনে ফিরে যাবেন তারেক রহমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে