Views Bangladesh Logo

বিএনপি ক্ষমতায় এলে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন হবে: তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সব ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের রেললাইনে না ওঠে, ততক্ষণ বিএনপির আন্দোলন চলবে।’

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি আড়াই বছর আগে যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে, তার আলোকে দেশ পুনর্গঠন করা হবে। তিনি অভিযোগ করে বলেন, দেশে জবাবদিহি ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল, মানুষকে গুম-খুন করা হয়েছে এবং দুর্নীতির রাজনীতি চালু হয়েছিল। স্বাধীনতার পর থেকেই গণতন্ত্রকে দমনের ষড়যন্ত্র হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি স্মরণ করিয়ে দেন, গত ১৬ বছরে অনেক নেতাকর্মী রাজপথে রক্ত দিয়েছে। জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ড, নারী নির্যাতন এবং শিশুদের ওপর গুলি চালানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত জনগণ বিজয়ী হয়েছে এবং স্বৈরাচারী শাসকগোষ্ঠী পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

বিএনপির নীতি-আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও কৃষি খাতে দলটির স্পষ্ট পরিকল্পনা রয়েছে। অন্যান্য রাজনৈতিক দলেরও নীতি থাকতে পারে, তবে জনগণের প্রত্যাশা হলো দেশকে এগিয়ে নেয়া। এজন্য শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন, কৃষকদের সহায়তা, বেকারত্ব নিরসন এবং নারীর সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক বক্তব্য দেয়ার অধিকার সকলের আছে, তবে বক্তব্য দিতে গিয়ে দেশের পরিস্থিতিকে অস্বাভাবিক করে স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ তৈরি করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, ‘জনগণকে বাইরে রেখে কেবল নিজেদের স্বার্থে রাজনীতি করলে দেশের জন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে। জনগণ যাকে চাইবে, তারাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক এই সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। সম্মেলনে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলীকে নির্বাচিত ঘোষণা করা হয় ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ