Views Bangladesh Logo

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান এবং প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেন। দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান।

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা–আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে স্বাগত জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার–ফেস্টুন নিয়ে মিছিল করেন।

জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের কেন্দ্রীয় নেতারা।

তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনকে ঘিরে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ