পিলখানা ট্রাজেডির শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্রাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের কবরে জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তিনি বনানী সামরিক কবরস্থানে পৌঁছে পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিকেল আনুমানিক ৩টার দিকে কবরস্থানে পৌঁছে একে একে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে দাঁড়িয়ে দোয়া করেন তারেক রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এ কে এম শামছুল ইসলামসহ পরিবারের ঘনিষ্ঠজনরাও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে একই দিনে তারেক রহমান বনানী কবরস্থানে তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো এবং শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরে জিয়ারত করেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, ২০০৯ সালের পিলখানা ট্রাজেডিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা নিহত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে