তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারপারসনের উপদেষ্টা ড. মহাদি আমিন এবং বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক রাশেদুল হক উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে