হিথ্রোর পথে তারেক রহমান, অভ্যর্থনা স্থানে ভিড়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরার যাত্রা শুরু করতে লন্ডনের বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন। এদিকে ঢাকায় তাঁর অভ্যর্থনা স্থানে ইতোমধ্যে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হতে শুরু করেছেন।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি হিথ্রোর উদ্দেশে রওনা হন। তিনি মধ্যরাতে বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হিথ্রো থেকে যাত্রা করার কথা রয়েছে। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমানও তাঁর সঙ্গে ভ্রমণ করছেন।
এর আগে দিনের বেলায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফিরতি অভিযানের আহ্বায়ক সালাহউদ্দিন জানান, বাংলাদেশ সময় মধ্যরাতে তারেক রহমান হিথ্রো থেকে উড্ডয়ন করবেন, পথে সিলেটে স্বল্প সময়ের জন্য নামবেন এবং পরদিন সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন—ইনশাআল্লাহ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে গ্রহণ করবেন।
একই সময়ে রাজধানীর ৩০০ ফিট এলাকায় অভ্যর্থনা স্থানে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে জড়ো হতে থাকেন। সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে এবং প্রস্তুতি পরিদর্শনে বুধবার বিকেলে জ্যেষ্ঠ নেতারা স্থানটি ঘুরে দেখেন।
বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। কেউ কেউ আগের দিনই এসে জায়গা দখল করে রাখেন, আবার অনেককে অভ্যর্থনা স্থানের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়।
আগামী বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ঢাকায় অবতরণের পর তারেক রহমান সরাসরি অভ্যর্থনা স্থানে যাওয়ার কথা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে