এভারকেয়ার থেকে গুলশানের পথে তারেক রহমান
অসুস্থ মাকে দেখতে গিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির বাসভবনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জনসমাবেশমূলক এক সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং বিকেল ৫টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।
সকাল থেকেই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের গেটে অবস্থান নেন। কঠোর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে তারেক রহমানকে বহনকারী গাড়ি হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করলে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় দলীয় নির্দেশনা অনুযায়ী হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার অনুরোধ থাকা সত্ত্বেও নেতাকর্মীদের অনেককে দলীয় পতাকা ও ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা যায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে