এভারকেয়ারের পথে তারেক রহমান
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় তাকে একনজর দেখতে সড়কের দুই পাশে লাখ লাখ নেতাকর্মী জড়ো হয়েছেন। মানুষের ভিড় ঠেলে তারেক রহমানকে বহনকারী গাড়িটি ধীরগতিতে এগোতে থাকে।
এর আগে বিকাল ৩টা ৪৮ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে বক্তব্য শুরু করেন তারেক রহমান। সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত তারেক রহমান স্টেজে পৌঁছে হাত নেড়ে নেতাকর্মীদের স্বাগত জানান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তিনি দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। পূর্বাচলে বক্তব্য শেষে তিনি সরাসরি হাসপাতালের পথে রওনা হন। তবে মানুষের ভিড় ঠেলে তারেক রহমানের গাড়ি সামনে এগুতো বেশ বেগ পেতে হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে