ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবজাতির জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার ও রহমত। ‘তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত, যিনি সত্য, ন্যায় ও মানবতার আলো ছড়িয়ে দিয়েছেন।’
তারেক রহমান বলেন, ‘মহানবী (সা.)-এর আগমন মানবজাতিকে অজ্ঞতা, অবিচার ও নিপীড়নের অন্ধকার যুগ থেকে মুক্ত করে আলোর পথে পরিচালিত করেছে। তাঁর জীবনাদর্শ, সততা, সাহস, ধৈর্য, আত্মত্যাগ ও নিষ্ঠা আজও মানবতার পথপ্রদর্শক।’
তিনি আরও বলেন, “জাহিলিয়াতের যুগে যখন সমাজে ন্যায়-নীতির অভাব ছিল, তখন তিনি ‘রহমাতুল লিল আলামিন’ হিসেবে আবির্ভূত হন এবং ইসলামের মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন।”
বার্তায় তিনি সকল মুসলমানকে মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষাকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আসুন, আমরা সত্য ও ইনসাফভিত্তিক একটি সমাজ গঠনে নবীজির শিক্ষা ও ত্যাগকে হৃদয়ে ধারণ করি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে