Views Bangladesh Logo

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

হাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তি ও আশপাশের এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এখনো সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বহু ঘরবাড়ি পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তারেক রহমান বিবৃতিতে বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের প্রাণপণ প্রচেষ্টার প্রতি বিএনপি পূর্ণ সমর্থন জানায়। তাদের তৎপরতা দেশবাসীকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে এবং কোনো প্রাণহানি ঘটবে না।

এ ঘটনার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারেক রহমান বলেন,তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ