ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
শনিবার দুপুর ১টায় তিনি আগারগাঁওয়ের ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এরপর দুপুর ১টা ১৭ মিনিটে তিনি ধানমন্ডির বাসায় ফিরে যান।
এর আগে এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছিলেন, তথ্য জমা দেওয়ার পর এক দিনের মধ্যেই তারেকের এনআইডি ইস্যু করা হবে।
সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার নিবন্ধন বাধ্যতামূলক, যা দেশের যেকোনো আসনেই সম্পন্ন করা যায়।
আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। তিনি ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে