স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের এক সিনিয়র নেতা জানান, এটি পূর্বনির্ধারিত কোনো বৈঠক নয় এবং নির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে জাতীয়ভাবে শোকের আবহ তৈরি হলেও ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছে দলটি। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় বিএনপির নেতৃত্ব কাঠামো পূর্ণাঙ্গ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
দলীয় সূত্র জানায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে পূর্ণাঙ্গভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দু–একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে