Views Bangladesh Logo

সিলেট পৌঁছেছেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ প্রায় ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান।


বিমানবন্দর সূত্র জানায়, যাত্রাবিরতি শেষে একই উড়োজাহাজ দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২ ফ্লাইট) স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফেরার এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

জানা গেছে, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তিনি স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তারেক রহমানের সিলেটে অবতরনের বিষয়টি নিশ্চিত করেন।

ডা. পাভেল জানান, সিলেট বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়ে এভারকেয়ার হাসপাতালে গিয়ে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখবেন।

পথিমধ্যে জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন তারেক রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ