Views Bangladesh Logo

বাংলাদেশ- যুক্তরাষ্ট্র ট্যারিফ আলোচনায় অগ্রগতি, বেশিরভাগ বিষয়ে ঐকমত্য

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্যারিফ (শুল্ক) বিষয়ক দ্বিতীয় দফা আলোচনার প্রথম দিনেই বেশিরভাগ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। এই আলোচনার মাধ্যমে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করার চেষ্টা চলছে, যা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশ সময় বুধবার (১০ জুলাই) ভোর ৩টায় ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তূজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'যুক্তি ও তথ্যের ভিত্তিতে অধিকাংশ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। তবে ট্যারিফ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি। আলোচনা আগামী দুই দিন চলবে।'

এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের প্রতিনিধিদের সঙ্গে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকায় অবস্থান করে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

এছাড়া বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী সরাসরি অংশ নিতে মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছান।

ট্যারিফ আলোচনার এই দ্বিতীয় দফার বৈঠক আগামী শুক্রবার পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইতিবাচক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ