তারেক মাসুদ ও মিশুক মুনীরের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১৩ আগস্ট)। এ উপলক্ষে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিকাল সাড়ে ৫টায় বীর-উত্তম মীর শওকত সড়কের গ্রাউন্ড জিরোতে হবে এই অনুষ্ঠান।
২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনিয়ারসহ আরও তিনজন নিহত হন। শুটিং লোকেশন পরিদর্শন শেষে তারা মানিকগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে তাদেরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন তারেক মাসুদ। ১৯৮৯ সালে তিনি ‘আদম সুরত’ নামের শিল্পী এসএম সুলতানকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তিনি বাংলাদেশের স্বাধীনধারার চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ ছিলেন। ১৯৯৫ সালে ‘মুক্তির গান’ এবং ২০০২ সালে ‘মাটির ময়না’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন।
মিশুক মুনীর ছিলেন একজন গণমাধ্যম বিশেষজ্ঞ ও সম্প্রচার সাংবাদিক। তিনি শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর তিন সন্তানের একজন। মিশুক এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে