Views Bangladesh Logo

ব্র্যাক ব্যাংকের নতুন এমডি তারেক রেফাত উল্লাহ খান

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন তারেক রেফাত উল্লাহ খান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে এই পদে নিয়োগ দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলতি বছরের ২৭ মে থেকে তিনি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং পদে পদোন্নতি দেওয়া হয়।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ব্যাংকের এই গুরুত্বপূর্ণ পদের জন্য তারেক রেফাত উল্লাহ খানই আদর্শ নেতৃত্ব। তিনি ব্যাংকটির প্রবৃদ্ধি ত্বরান্বিত করবেন।

এর আগে তারেক রেফাত উল্লাহ ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ