Views Bangladesh Logo

অনশন ভাঙলেন তারেক, নেয়া হলো হাসপাতালে

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অনুরোধে অবশেষে অনশন ভেঙ্গেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান এবং এরপর তাকে হাসপাতালে নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন তালিকায় নাম না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশন করছিলেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব মো. তারেক রহমান।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন বা পঙ্গু হয়েছেন। তিনিও বারবার নির্যাতনের শিকার হয়েছেন।'

তিনি আরও বলেন, 'গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখার লক্ষ্যেই তারা দল নিবন্ধনের আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পরও তাদের নিবন্ধন দেওয়া হয়নি। আজ ইসিতে গিয়ে আবেদন পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি। আশা করি আমজনতার দল ন্যায়বিচার পাবে।'

সালাহউদ্দিন আহমদ জানান, তিনি তারেক রহমানকে অনশন ভাঙার অনুরোধ করেছেন এবং তারেক সেই অনুরোধ রেখেছেন। তিনি বলেন, 'তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আবেদন পুনর্বিবেচনা করবে।' 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ