সমালোচকদের জবাব দিলেন তানজিদ তামিম
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুই ম্যাচে ব্যাক-টু-ব্যাক জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন দাসের নেতৃত্বে টাইগাররা ৪১ বল বাকি রেখে ৯ উইকেটে জয় পায়। তবু সমালোচনা পিছু ছাড়েনি টাইগারদের।
ম্যাচের জয়ের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘দল কি সত্যিই আক্রমণাত্মক ক্রিকেট খেলছে?’ এ প্রশ্নের জবাবে বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ তামিম বলেন, ‘আমরা ইতোমধ্যে আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। আর কতটা আক্রমণাত্মক চাই?’
তিনি আরও যোগ করেন, ‘পুরো দলকে স্বাধীনতা দেয়া হয়েছে। প্রত্যেকেই নিজের মত খেলতে পারবে। দল পরিচালনা সবাইকে মাঠে দায়িত্ব অনুযায়ী খেলার নির্দেশ দিয়েছে।’
টসে জিতে আগে ব্যাটিং না নেয়ার কারণেও সমর্থকদের সমালোচনায় পড়তে হয়েছে ট্রাইগাদের। এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করলে তামিম সেটা টিম ম্যানেজম্যান্টের ওপর ছেড়ে দেন এবং জানান, ‘উইকেট বুঝেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজের পরবর্তী ম্যাচ বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ডাচদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে