তানজিদ তামিমের বিশ্ব রেকর্ড
সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। মঙ্গলবার (২ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয় তারা।
ব্যাট হাতে নয়, ক্যাচ ধরে এই ম্যাচে ইতিহাস গড়েন তানজিদ তামিম। একাই ৫টি ক্যাচ ধরেছেন তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ৫টি ক্যাচ নেওয়ার রেকর্ড এটি। তবে পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার ঘটনা এই প্রথম।
ম্যাচে তিনি তালুবন্দি করেন গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল ও বেন হোয়াইটের ক্যাচ। এর আগে টি–টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ক্যাচ ধরেছিলেন মালদ্বীপের মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে